ভিডিওতে নাচতে হয়, আর আমি নাচতে স্বাচ্ছন্দ্যবোধ করি না: কোনাল

একসাথে একাধিক ছবিতে প্লে-ব্যাক করেছেন তারা। দর্শকপ্রিয়তাও পেয়েছে সেইসব গান। কাজের স্বীকৃতি হিসেবে দুজনেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। অথছ এক যুগের ক্যারিয়ারে এবারই প্রথম একইসাথে মিউজিক ভিডিওতে কাজ করলেন তারা। তাতে কন্ঠও দিয়েছেন তারা। গানটির নাম ‘মন ময়ূরী’। গানটি লিখেছেন মানজু মান আরা এবং সুর-সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল।
গানটি নিয়ে ইমরান বলেন, কোনালের সঙ্গে প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা খুব ভালো। আমার মনে হয় নতুন কম্বোটা ভালো লাগবে এবং স্ক্রিনে আমাকে ও কোনালকে দেখলে সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে।
ইমরান আরও বলেন, যদিও আমি রোম্যান্টিক ভিডিও বেশী করি। কিন্তু এটা ওই টাইপের গান-ভিডিও না। সবকিছু মিলিয়ে খুবই রিদমিক একটি গান।
নতুন গানটি প্রসঙ্গে কোনাল বলেন, আমি মিউজিক ভিডিও কম করি। কারণ ভিডিওতে গেলে নাচতে হয়। আর আমি নাচতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। কিন্তু ‘মন ময়ূরী’ গানটা এতো ভালো যে কারণে ভিডিও করতে রাজি হয়েছি। সৈকত রেজার পরিচালনায় ৫ ফেব্রুয়ারি মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: