মাইকিং করে ভোটারদের ডাকছে পুলিশ: মির্জা আব্বাস

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপ-নির্বাচনে ভোটারদের অনাগ্রহের বিষয়টি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উপনির্বাচনে পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপির পদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির ছেড়ে দেওয়া শূন্য ছয়টি আসনে উপনির্বাচনের কেন্দ্রে কোনো ভোটার নেই। পুলিশ মাইকিং করে ভোটারদের ভোট দিতে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র। তিনি বলেন, বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। পদযাত্রায় মানুষের এত ভিড়, সুই ফেলারও জায়গা নেই।

বিএনপির এই নেতা বলেন, আমরা চিৎকার ও চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা বুঝে গেছে বেশি দিন ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। মির্জা আব্বাস বলেন, শান্তিপ্রিয় এ দেশের মানুষ প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: