গাজীপুরে অভিযান, প্রায় ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরে কালিয়াকৈর এক একর বনভূমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত বনভূমির বতর্মান বাজারমূল্য প্রায় ৩ কাটি টাকা। বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিটের ভান্নারা বনফুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রট অনিদ্য গুহ’র (সহকারী কমিশনার, ভূমি) নেতৃত্বে অভিযান করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও কালিয়াকৈর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ভান্নারা বনফুল এলাকায় পাকা সড়কের পাশে এক একর বনভূমি তিন দশক এর বেশী সময় ধরে বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। বিগত দিন জবরদখলকারীদের স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে নোটিশ দেওয়া হলেও এতে কেও কর্ণপাত করেনি।
এরপর বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের নির্দেশনায় উচ্ছেদ অভিযান নেওয়া হয়। অভিযানে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল আলম ও রানাসহ রাজেন্দ্রপুর, কাচিঘাটা এবং শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা-স্টাফরা উপস্থিত ছিল। উদ্ধারকৃত বনভূমি বনায়ন করা হবে বলেও জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: