পীরগাছা মহিলা কলেজের নবীনদের বরণ ও ক্লাস উদ্বোধন

‘নেই আয়োজন, নেই আবরণ। কি দিয়ে তোমাদের করিব বরণ। পেতেছি তাই তো হৃদয়ে আসন, তোমাদের বরিব বলে’ কবিতার নান্দনিক এই উচ্চারণে রংপুরের পীরগাছা মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধনী ক্লাস ও কলেজ ক্যাম্পাসে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
নব যোগদানকৃত অধ্যক্ষ শরীফুজ্জামান বুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও কলেজ সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস নিতে হবে, যাতে তারা ভালো করে। ঠিকভাবে ক্লাস হচ্ছে কিনা? প্রভূতি বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, শুধু এ প্লাস বা গোল্ডেন প্লাস নির্ভর লেখাপড়া করানো যাবেনা।
কলেজ প্রভাষক লাবনী বেগম ও নুরুন্নাহার খানমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, প্রভাষক মোখলেছুর রহমান, কলেজ গভর্ণিং বডির সদস্য মতিয়ার রহমান, কলেজ শিক্ষার্থী ইশরাত জাহান নিশাত ও মাহজাবিন মিষ্টি।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য জাহাঙ্গীর আলম জালাল, সাহার উদ্দিন ও শাহ রনজু মিয়া সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ শরীফুজ্জামান বুলু। তার সৌজন্যে প্রত্যেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার দেয়া হয়। পরে সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: