নীলফামারীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে নীলফামারীর দশদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের নীলফামারী পৌরসভা মাঠে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহায়তায় এই মেলায় ৫০টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্য প্রদর্শণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, উদ্দ্যোক্তা ও তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো এবং বাণিজ্যিকি করণ এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। বিশেষ করে বাসা বাড়ি কেন্দ্রিক বিক্রয়ের প্রসার ঘটবে এবং বাজারজাত করণে বিভিন্ন মাধ্যমের সাথে তাদের সম্পর্ক তৈরি হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: