তিতুমীর কলেজে শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ক র‍্যালি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ পিএম

মোঃ আজাদ হোসেন, সরকারি তিতুমীর কলেজ থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নৈতিকতা বিষয়ে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে তিতুমীর কলেজ ক্যাম্পাসে নৈতিকতা বিষয়ক একটি র‍্যালির আয়োজন করা হবে আগামী ৬ ফেব্রুয়ারী (সোমবার)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ ঘটিকায় সরকারি তিতুমীর কলেজের ক্যাম্পাসে পুরাতন বিজ্ঞান ভবনের সামনে নৈতিকতা বিষয়ক র‍্যালির আয়োজন করা হবে। এছাড়া উক্ত র‍্যালিতে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানসহ দুইজন শিক্ষক এবং প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে ৩০ (ত্রিশ) জন শিক্ষার্থী নিয়ে পুরাতন বিজ্ঞান ভবনের সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবেও বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: