তাহিরপুরে মৎস্যচাষীদের একদিনের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৬ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মৎস্য চাষীদের মধ্যে পুকুর পাড়ে একদিনের দলীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা মৎস্য অফিসে আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-১১ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় প্রযুক্তি গ্রহীতা চাষীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী উপজেলার সদর ইউনিয়নের ভাটি জামালগড় সি আই জি মৎস্য চাষি সমিতি লিঃ এর ৩৫ জন সদস্যদেরকে মৎস্য চাষের বিভিন্ন বিষয়ে একদিনের প্রশিক্ষণ দেন।

এসময় ক্ষেত্র সহকারী মোহাম্মদ আল মামুন, মৎস্যচাষীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: