বন্ধ ছিলো ঢাকা-সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

মোহাম্মদ আবির, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া) থেকে: আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের গিয়ার ভাঙ্গার কারণে ঢাকা-চট্রগ্রাম-সিলেটে ট্রেন চলাচল বন্ধ ছিলো ১ ঘন্টা ৫ মিনিট, পরে মেরামত কাজ শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া বাগানবাড়ি এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা হয়ে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া পাঁচটার দিকে আখাউড়া স্টেশনের আউটারে প্রবেশের সময় ইঞ্জিনের গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ে। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষ এক ঘণ্টা ৫ মিনিট পর আখাউড়া থেকে ট্রেনটি ছেড়ে যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: