সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী

ঢাকার সাভারে পারিবারিক কলহের জের ধরে সুলতানা নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে দ্বীন ইসলাম ওরফে বাবু নামের ওই অভিযুক্ততে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের আনন্দপুরে নিহতের খালুর বাসায় এ ঘটনা ঘটে। সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। আটক বাবু পটুয়াখালি জেলারঅমতলী থানারটেপুরা গ্রামের শাজাহন খলিফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনদিন আগে স্বামীর সঙ্গে রাগ করে সুলতানা বেগম তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে আজ বিকেলে খালু শ্বশুরের বাড়িতে এসে হাজির হন বাবু। এ সময় সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে তার পেটে ছুরিকাঘাত করে বাবু। উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: