পাত্রী খুঁজতে পুলিশের সহযোগিতা নিতে থানায় যুবক!

জন্ম থেকে অন্যদের তুলনায় কিছুটা আলাদা দানিশ। আর সেইজন্যই বিয়ের বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছিলেন না। আর তাই তো কোনো উপায় না পেয়ে অবশেষে নিজের জীবনসঙ্গী খুঁজতে থানায় ছুটলেন এই যুবক। তার মানানসই পাত্রী খুঁজে দেওয়ার জন্য পুলিশের কাছে এ নিয়ে আবেদনও জানিয়েছেন। এ ঘটনায় হতবাক পুলিশ ও স্থানীয় লোকজন। ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঐ যুবকের কাণ্ডে হতবাক পুলিশ।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মুহাম্মদ দানিশ নামে ২০ বছরের ঐ যুবক উচ্চতায় মাত্র ৩ ফুট। উচ্চতায় খাটো হওয়ার কারণে পাত্রী পাচ্ছেন না। আর সে কারণেই পাত্রী খুঁজতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার সঙ্গে মানানসই কোনো পাত্রী যেন খুঁজে দেয় প্রশাসন, সেই আর্জিই জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার খাতাউলি থানায় যান দানিশ। থানার স্টেশন হাউজ অফিসারের হাতে পাত্রী খুঁজে দেওয়ার আবেদনপত্র তুলে দেন তিনি। এ সময় দানিশ বলেন, আমার উচ্চতা খাটো হাওয়ার কারণে পাত্রী খুঁজে পাচ্ছি না...অনুরোধ করছি, আমার বিয়ে যেন হয়, সেই ব্যবস্থা করুন।
জানা যায়, খাতাউলিতে পোশাকের দোকান রয়েছে দানিশের মায়ের। সেই দোকানে মাকে সাহায্য করেন দানিশ। পরিবারে বাবা, মা ছাড়াও ৪ ভাই রয়েছে তার। মুহাম্মদ দানিশের এই আবেদনপত্র প্রসঙ্গে স্টেশন হাউজ অফিসার সঞ্জীব কুমার বলেন, খুবই অবাক কাণ্ড। দেখা যাক, আমরা কী করতে পারি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: