প্রেমিককে পুলিশে দিয়ে অনশন ভাঙলেন কলেজছাত্রী

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩ এএম

রামুর গর্জনিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনরত সেই কলেজছাত্রী অবশেষে চার দিন পর অনশন ভেঙেছেন। এদিকে পালিয়ে বেড়ানো প্রেমিক আরিফকে  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত যুবকের বাড়ি গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে। তার বাবার নাম কামাল উদ্দিন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রেমিক আরিফকে বৃহস্পতিবার বিকালে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সেই কলেজছাত্রী বাদী হয়ে মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়; কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করেন। প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে তিনি অনশন ভাঙেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানান, কলেজছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: