দীর্ঘ আট বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আটক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৫ পিএম

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে: হত্যা মামলার প্রায় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাকির হোসেনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে এশিয়ান টেলিভিশন কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে গোপন সংবাদের ভিক্তিতে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে রাত আড়াইটার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তর পাড়া এলাকার আমানত খার ছেলে মোঃ জাকির হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে এসআই (নিরস্ত্র) কামরুজ্জামান অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ জাকির হোসেনকে আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান,একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি প্রায় ৮ বছর ধরে পলাতক ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অন্য দুই পলাতক আসামীরা হলেন মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচ আসামির মধ্যে আমির খাঁ মারা গেছেন। অপর দুই আসামি পলাতক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: