৪ মাসেই হাফেজ ৯ বছরের আলিফ

ফেনীতে মাত্র ১৪৬ দিনে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে ৯ বছরের এক শিশু। তার নাম আবদুল্লাহ বিন আবছার (আলিফ)। সে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মো. নুরুল আবছার সোহাগের ছেলে।
মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবদুল্লাহ বিন আবছারের (আলিফ) এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।আলিফের বাবা মো. নুরুল আবছার সোহাগ জানান, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।
দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার জানান, আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার শিক্ষার্থী আবদুল্লাহ বিন আবছার (আলিফ) মাত্র ১৪৬ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিল এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: