নিপা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ পিএম

চলতি বছর বাদুড় থেকে সংক্রমিত নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি একটি মারাত্মক ভাইরাস এবং এই ভাইরাসের কোনো  চিকিৎসা নেই বলে মন্তব্য করেছন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন, ওষুধ বা  চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে এক মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাস্থ্যমন্ত্রী জানান, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে। আমাদের দেশে এবার আটজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচন মৃত্যুবরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: