বাড়িতে প্রেমিকা আসার খবরে উধাও জহুরুল

সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক নারী। তবে প্রেমিকার আসার খবরেই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছেন ওই প্রেমিক। অভিযুক্ত যুবকের নাম জহুরুল ইসলাম (২৭)। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর পৌরসভার দাবারিয়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের স্থানীয় একটি কারখানায় কাজ করতেন দাবারিয়া গ্রামের মওলা মোল্লার ছেলে জহুরুল ইসলাম ও ওই নারী। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের টানে আট মাস আগে স্বামীকে তালাক দেন তিনি। এর মাঝে জহুরুলের সঙ্গে ওই নারীর একাধিকবার শারীরিক সম্পর্ক হলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরবর্তীতে গত শুক্রবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এলে জহুরুল উধাও হয়ে যান। বিষয়টি জানাজানি হলে জহুরুলের আত্মীয়-স্বজনরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে চলে যান। পরে রাস্তায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন প্রেমিকা। ওই নারীর দাবি, এক সঙ্গে কাজ করার সুবাদে তাদের পরিচয় হয়। এরপরই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে দৈহিক সম্পর্কও হয়েছে। জহুরুলের কথা মতোই তিনি আট মাস আগে স্বামীকে তালাক দিয়েছেন। ওই ঘরে তার পাঁচ বছর বয়সী এক সন্তানও আছে। এখন বিয়ে করার ভয়ে জহুরুল বাড়ি থেকে পালিয়েছেন। জহুরুল বিয়ে না করলে তার মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই।
অপরদিকে, এই ঘটনার পর থেকে নিখোঁজ জহুরুল। অভিযুক্ত প্রেমিক জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া তার বাড়িতে গিয়েও পরিবারের কাওকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শাহজাদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, ছেলে ও মেয়ে পক্ষের কেউ বিষয়টি আমাকে জানায়নি। তবে আমি বিষয়টি শুনেছি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: