চোরাইকৃত মোবাইল না কেনার নির্দেশ কুষ্টিয়া পুলিশ সুপারের

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে ৭৪টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ্য ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধারকৃত ৭৪ টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।

এ সময় পুলিশ সুপার খাইরুল আলম বলেন আপনারা কেউ চোরাইকৃত মোবাইল ফোন কিনবেন না। বিকাশ, নগদ, রকেট হতে প্রতারণার শিকার হলে অবশ্যই মামলা করবেন আমরা সেটা আন্তরিকভাবে উদ্ধার করার জন্য কাজ করে যাব। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ বুঝে পেয়ে ভুক্তভোগীদের মুখে হাসি ফুটেছে এবং তারা বলেন সত্যিই অবিশ্বাস্য হারিয়ে যাওয়া টাকাও যে ফেরত পাওয়া যায়। আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন এভাবে ফিরে পাবো তা কখনো বিশ্বাস করতে পারেনি ।বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী সত্যিই প্রশংসার দাবি রাখেন। বাংলাদেশের পুলিশ বাহিনী যে স্মার্ট হচ্ছে তা প্রমাণ করে দিলেন বর্তমান কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: