সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে মোঃ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার বেলা সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. এম. জি. আযম এ রায় প্রদান করেন। এ মামলার আসামী রবিউল ইসলাম ছাড়া অন্য আসামীদের বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পু্র্ব মেহেদীবাগ মাঠপাড়া এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।
মামলার বিররণীতে জানা যায়, ২০১৩ মে মাসের দিকে রাবেয়া খাতুনের সঙ্গে মো. রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় রাবেয়ার পিতা মো. রবিউল ইসলামকে ৩ লক্ষ টাকার মালামাল দেয়। এরপরেও রবিউল ইসলাম ১ লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী রাবেয়া খাতুনের উপরে নির্যাতন করতো। পরবর্তীতে, রাবেয়া খাতুনের বাবা ৭০ হাজার টাকা দেয় রবিউল ইসলামকে। বাকী যৌতুকের টাকা না পেয়ে ২০১৪ সালের জুন মাসের ৬ তারিখ সন্ধায় নিজ বসত ঘরে রাবেয়া খাতুনকে আড়ায় ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন রাবেয়া খাতুনের বাবা মো. শহিদুল বিশ্বাস বাদী হয়ে স্বামী মো. রবিউল ইসলাম, মোছাঃ রোকেয়া বেগম, মো. বিল্লাল গাজী হাসান, আসমা খাতুনদের নামে হত্যা মামলা দায়ের করে। সোমবার সেই হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে রবিউল ইসলামকে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি জহুরুল হায়দার বাবু জানান, এই হত্যা মামলাটি দীর্ঘ আট বছর যাবত চলমান ছিল। সকল সাক্ষ্য গ্রহণের পরে বিচারক অভিযুক্ত রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এ মামলায় অন্য আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: