সাতক্ষীরায় ১৮ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

সাতক্ষীরায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাঁকাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মিঠু সরদার (২৩) শহরের থানাঘাটা এলাকার শওকত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, গতিবিধি সন্দেহজনক হলে মিঠু সরদারকে চ্যালেঞ্জ করা হয়। তারপর মিস্ত্রী এনে তার মোটর সাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। একটি পাইপের মধ্যে স্বর্ণগুলো লুকানো ছিল।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৯৯ গ্রাম। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারী মিঠু সরদারকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: