বাংলাদেশের প্রতিবন্ধীদের শীতবস্ত্র দিলো অস্ট্রেলিয়ার বাসভূমি

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৬ পিএম

অস্ট্রেলিয়ায় যে কয়টি সংগঠন দেশীয় সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে তার মধ্যে বাসভূমি অন্যতম। বাসভূমি মূলত অস্ট্রেলিয়া-ভিত্তিক একটি মিডিয়া সংস্থা। তবে গত ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন সংকটে ও দুর্যোগে নানা কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহ প্রয়োজনীয় দ্রব্যাদি অনুদান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করা, মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাতক্ষীরার প্রতাপ নগর ইউনিয়নের শতাধিক শীতার্ত প্রতিবন্ধীর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: