বরগুনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে পদ-বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনা জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে পদ-বাণিজ্যের অভিযোগের ঘটনায় সংবাদ প্রকাশের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়কসহ জেলার শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে পদ পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। টাকা নিয়ে পদ-বাণিজ্যের ঘটনায় বিএনপির নেতাদের জড়িয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে শুক্রবার (১০ ফ্রেরুয়ারি) সকাল এগারোটায় জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ক্ষুব্ধ বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হক, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ সংবাদটি সম্পূর্ণ অযৌক্তিক, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আমরা ছাত্র জীবন থেকেই এ দলের সাথে সম্পৃক্ত। আমরা দীর্ঘদিন রাজপথে সক্রিয়ও ত্যাগের কারনে এ পদ পেয়েছি। বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটি খুবই শক্তিশালী ও তৎপর হওয়ায় কিছু কুচক্রীমহল আওয়ামী লীগ এজেন্টরা এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানি হেও হেতিপূর্ণ করার চেষ্টা করছেন। আমরা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য অল্প কিছু টাকা অনুদান এনেছি সেটা প্রতিষ্ঠানেই ব্যবহার করেছি। এবং এখনো কিছু টাকা অবশিষ্ট রয়েছে। তবে টাকার বিনিময়ে পথ-পদবি এরকম অভিযোগ যারাই করেছেন সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: