ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভাঙ্গা থানার জিয়ারুল ইসলাম

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ এএম

ফরিদপুরে পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন করসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, মো. জিয়ারুল ইসলাম ভাঙ্গা থানায় দাঙ্গা দমন, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্লুলেস হত্যা, চুরির মামলাসহ উদঘাটন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হন।

ভাঙ্গা থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবদান রাখায় মো. জিয়ারুল ইসলামকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

এই পুরস্কারে ভাঙ্গা থানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: