খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: আবুল হাশেম খান এমপি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান এমপি বলেছেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থী ও যুবকরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
পীরযাত্রাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের আহব্বায়ক বিল্লাল হোসেন ঠিকাদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার। উক্ত ফাইনাল খেলায় জাফরগঞ্জ ফুটবল একাডেমী বনাম শ্রীপুর ফুটবল একাদশ। খেলায় দর্শকদের বিশেষ আকর্ষন ছিলো নাইজেরিয়া খেলোয়াড় দল।
খেলায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুছ ছালাম বেগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী ইঞ্জি. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: রেজাউল করিম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান, পীরযাত্রাপুর ইউনিয়নের আ'লীগের সাবেক সভাপতি সফিউল্লাহ ঠিকাদার, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাউথ আফ্রিকার প্রবাসী মোঃ হাবিবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিগণ।
খেলায় ০১ গোলে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয় শ্রীপুর ফুটবল একাদশ। খেলায় রেফারি ছিলেন নাসির উদ্দিন বিপ্লব ও ধারাভাষ্যকার ছিলেন শামসুল হোক সানি ও মোঃ রাসেল। খেলায় গোমতী স্টেডিয়ামের চারিদিকে বিপুল জনসমাগমের উপস্থিতি দেখা গেছে। খেলার শেষে বিজয়ীদের হাতে ৫০ লক্ষ টাকা করে ১ লক্ষ টাকা চেক ও ডাবল ফ্রিজ কাপ তুলে দেন প্রধান অতিথি এমপি আবুল হাশেম খান। অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিল্লাল হোসেন ঠিকাদার।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: