পাথরঘাটায় রাতে কমিটি গঠন, বিকেলে পদত্যাগের হিড়িক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

বরগুনার পাথরঘাটায় ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে ও টাকার বিনিময়ে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ১২ জন সদস্য সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ১১ জনের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে তারা।

এসময়ে তারা বলেন, ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে কমিটি গঠন করার প্রতিবাদে তাঁরা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা হলো: সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আঃ মন্নান মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল, ১ নম্বর সদস্য মোঃ জাকির হোসেন মুন্সী, ৯ নম্বর সদস্য মোঃ সুমন মিয়া, ১০ নম্বর সদস্য শাহ্ জালাল, ১১ নম্বর সদস্য মোঃ ছগির হোসেন, ১২ নম্বর সদস্য মোঃ জাফর হাওলাদার, ১৩ নম্বর সদস্য মোসাঃ মালা বেগম, ১৪ নম্বর সদস্য মোঃ ছগির হোসেন, ১৫ নম্বর সদস্য মোঃ আবু ছালেহ।

এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিখিত সংবাদ সম্মেলনে বলেন, গত (২১ ফেব্রুয়ারি) কাঁঠালতলী বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে যা আমরা জানিনা। আমরা বিশ্বাস সূত্রে জানতে পেরেছি যে আর্থিক লেনদেনের মাধ্যমে এই কমিটি করা হয়েছে যা দলীয় নীতিমালার পরিপন্থি। তাই আমরা এই কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির ১২ নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব চৌধুরী মোঃ ফারুক জানান, কমিটি ঘোষণায় অর্থ লেনদেনের কোন ঘটনা ঘটেনি। যারা ত্যাগী তাদেরকেই আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি এর আগেও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। যা অন্যান্য সদস্যদের মনঃপুত না হওয়ায় তারা দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: