দিনে কাটেন চুল, রাতে করেন যুদ্ধ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম

দেশপ্রেম এক সাধারণ মানুষকে মুহূর্তেই যোদ্ধা করে তোলে। এমনি একজন ওলেকস্যান্ডর শামশুর (৪১)। দেশকে রক্ষায় এই  নরসুন্দর রাতারাতি হয়ে উঠেছেন এক যোদ্ধা। রুশ বাহিনী হামলা থেকে দেশমাতৃকাকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন এই যুবক। তাই দিনে চুল কাটেন আর রাতে একজন ‘ড্রোন হান্টার’ হিসেবে দেশমাতৃকাকে রক্ষা করেন। খবর আল জাজিরা’র।

এর আগে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। ওই হামলার বর্ষপূর্তি ঘনিয়ে এসেছে। কিন্তু ততদিনে অন্য শত শত স্বেচ্ছাসেবীর সঙ্গে শামশুরও রুশ মিসাইল ও ড্রোন ভূপাতিত করায় সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। তার এলাকার ডিফেন্স ইউনিটে একজন আইনজীবী ও একজন ব্যবসায়ীও রয়েছেন।

তারা প্রধানত রাজধানী কিভের ভেতর ও বাইরে আকাশপথে হামলা হলে তা প্রতিহত করার চেষ্টা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংস্কার করা একটি মেশিনগান দিয়ে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ভূপাতিত করে শামশুরের দলটি। শামশুর বলেন, আমি খুবই সুখী মানুষ। কেন? কারণ আমি আমার দেশকে রক্ষা করছি, আমি ইউক্রেনের জনগণকে রক্ষা করছি। কিন্তু একই সঙ্গে আমি বিউটি সেলুনে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে পারি। যে কাজ আমি জানি অর্থাৎ ক্রেতাদের চুল কাটা এবং তাদের সঙ্গে কথা বলতে পারি।

দেশমাতৃকাকে রক্ষায় ‍যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই যুবক আরও জানান, একজন বেসামরিক ব্যক্তি হিসেবে কখনই ‘কোথাও পালিয়ে’ যাওয়ার কথা মনে হয়নি। দরজার সামনে শত্রুরা চলে আসায়, আমি কিছু করতে চেয়েছিলাম। আমি প্রতিরক্ষায় নিজেকে নিয়োজিত করেছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: