আগামীকাল আসবে শ্রেয়ার লাশ, বাকিদের পরে

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়ার মরদেহ ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে টরন্টো থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করবে। বাবা জেমস সুনাম বাড়ৈ ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাঞ্জেলার কফিন গ্রহণ করবেন। এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় দীপ্ত ও শাহরিয়ারের মরদেহ দেশে পাঠাতে আরো কয়েক দিন সময় লাগবে। কানাডাপ্রবাসী সিনিয়র সাংবাদিক, নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগত আলী সাগর আমাদেরসময়ডটকমকে এ কথা জানান।

তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার কুমার বিশ্বজিত, স্ত্রী নাইমা সুলতানা এবং ভাই অভিজিৎ দে অন্টারিও পুলিশের সঙ্গে সাক্ষাত করেছেন। পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনা সম্পর্কে জানতে এবং ছেলে নিবিড় কুমার দে’র ব্যক্তিগত সামগ্রীর ব্যাপারে খোঁজ খবর করতে তারা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে অভিজিৎ দে ফেসবুকে এক পোস্টে বলেছেন, অন্টারিও পুলিশের কর্মকর্তা মার্কের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। পুলিশ কর্মকর্তা তাদের নিশ্চিত করেছেন, নিবিড় কুমারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির মালিকানার কাগজপত্র এবং ইন্সুরেন্স যথাযথ ছিলো, কোনো ত্রুটি ছিলো না।

ফেসবুক পোস্টে অভিজিৎ দে দুর্ঘটনায় নিহত নিবিড়ের অপর তিন বন্ধুর অনাকাক্সিক্ষত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনা নিয়ে গুজব এবং মনগড়া অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

গত ১৩ ফেব্রুয়ারি ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান হাম্বার কলেজের ছাত্র দীপ্ত, জর্জ ব্রাউন কলেজের শাহরিয়ার এবং ইউনিভার্সিটি অব টরন্টোর অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া। দুর্ঘটনায় গুরুতর আহত নিবিড় পড়েন সেনেকা কলেজে। তিনি এখন টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: