নন্দীগ্রামে তিন দোকানে অগ্নিকাণ্ড, প্রায় ৩২ লাখ টাকা ক্ষতি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে তিনটি দোকানে অগ্নিকাণ্ডে ৩২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা বাজারের হীরা ট্রেডার্সে ও সাব্বির হোসেনের বেকারীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারের আব্দুল মজিদের মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ওই দুই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হীরা ট্রেডার্সের মালিক মোরশেদুল বারী মানিক বলেন, আমি ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সাড়ে ১০টার দিকে আমাকে বাজার থেকে ফোন দিয়ে বলে আমার দোকানে আগুন ধরেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভালেও আমার প্রায় ২৪-২৫ লাখ টাকার সার ও কীটনাশক পুরে নষ্ট হয়েগেছে।

বেকারীর দোকানি সাব্বির হোসেন বলেন, আমার একটি ফ্রিজসহ ৭০ হাজার টাকার মালামাল পুরে ছাই হয়েগেছে। আগুন লাগার কারণ বুঝতে পারছিনা।

হাটকড়ই বাজারের আব্দুল মজিদ বলেন, ভাই আমার সবশেষ। আগুনে ৬ লাখ টেকার জিনিস পুরেগেছে। সাড়ে ১২টার দিকে আমি জানতে পারি আমার দোকানে আগুন ধরছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তানভীর হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমরা দ্রুত শিমলা ও হাটকড়ই বাজারে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: