বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল আয়োজিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামির ও সৌখিন প্রাণি পালন ব্যক্তিরা অংশগ্রহণ করে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম। বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন চন্দ্র সাহা, বীরমুক্তিযোদ্ধা জাফরুল্লাহ, বোচাগঞ্জ থানার তদন্ত ওসি মতিয়ার রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়। সমাপনী অনুষ্ঠানে স্টল ও প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: