বিয়ে বাড়িতে নাচতে নাচতে হঠাৎ তরুণের মৃত্যু

নাচ, গান, আনন্দ, হৈ-হুল্লোরের মধ্যে দিয়ে চলছিলো বিয়ে। অন্য সবার মতই গানের সাথে তাল মিলিয়ে নাচছিলেন মুত্যম। কিন্তু হঠাৎ করেই নাচ বন্ধ করে মাটিতে পড়ে যান তিনি। তারপর স্থানীয়রা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তরুণকে।
ভারতীয় সংবাদমাধ্যম আজতাকের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামে। মারা যাওয়া ওই যুবকের নাম মুত্যম (১৯)। মুত্যম মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানার নির্মল জেলায় গিয়েছিলেন। সেখানেই নাচের সময় হঠাৎ করেই পড়ে যান তিনি। প্রথমে উপস্থিত অতিথিরা তরুণের পড়ে যাওয়াকে নাচের অংশ মনে করেছিলেন। কিন্তু যখন দেখেন আর উঠে দাঁড়াচ্ছে না, তখন এগিয়ে আসেন সবাই।
এরপর উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় মুত্যমকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
বিয়ে বাড়িতে ওই তরুণের নাচ মোবাইল ফোনে ভিডিও করছিলেন একজন। সেই ভিডিওতেই ধরা পড়ে এ দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এখন ভাইরাল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: