বিভীষিকাময় আনন্দ ভ্রমণে প্রাণ ঝরলো ২ জনের

মহেশখালী থেকে সিলেটের বিভীষিকাময় ভ্রমণ কেড়ে নিলো ৩ বছর বয়সি নিষ্পাপ নাজিয়ার প্রাণ। মৃত্যু হলো সেলিম বাদশা নামে আরও একজনের। গত ২৬ ফেব্রুয়ারি রবিবার গোপালগঞ্জ জেলার ভাটিয়ার চটিয়ানী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়ে মহেশখালী থেকে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাইক্রোবাস। এ ঘটনায় মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে একাধিক লোক।
আহতরা হলেন- নেজাম উদ্দিন (২৬), ছেনোয়ারা বেগম (৬৬), সাহেনা বেগম (৪২), আবদুল্লাহ (৬)), বান্টিয়া (৩৮), মমতাজ বেগম(২৬), জোসনা (২২) নাসির (৩২)। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে- গত ২৪ ফেব্রুয়ারি মহেশখালী উপজেলার কালারমার ছড়া থেকে ১৪ জনের একটি দল পারিবারিক ভ্রমণে সিলেটে যান। ভ্রমণকারী সকলে কালারমার ছড়া ইউনিয়নের বাসিন্দা। তারা সিলেট ভ্রমণ শেষে সুন্দরবন যাওয়ার পথে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২ টায় গোপালগঞ্জে জেলার ভাটিয়ার চটিয়ানী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়ে। এবং ঘটনাস্থলেই সেলিম বাদশা(৪২) নামে এক যুবক নিহত হয়। আনন্দ ভ্রমণের এ বিভীষিকাময় দূর্ঘটনার কবলে পড়া বাকি আহত ব্যক্তিদের তৎক্ষনাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ বছর বয়সি শিশু নাজিয়া।
এদিকে দূর্ঘটনার কবলে পড়া আহত ব্যক্তিদের ঢামেকে সার্বিক সহযোগিতা করছেন ঢাকায় হাসপাতালে অবস্থানরত মহেশখালীর গণমাধ্যমকর্মী সালমান এম রহমান, লুৎফুর রহমানসহ অনেকে। তারা আমার সংবাদকে জানান, নিহত নাজিয়ার বাবা-মাসহ কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার শিকার হওয়ায় যাত্রী আব্দুল আজিজ জানিয়েছেন- ড্রাইভারের খামখেয়ালীর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ড্রাইভারকে বার বার সতর্ক করার পরও তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং স্মার্ট ফোন দেখতোছিলেন। এ দুর্ঘটনার জন্য ড্রাইভারই দায়ি বলে মনে করেন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: