ডোমারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন সংলগ্ন কৈমারী ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পরে রমজান আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় চিলাহাটি রেলস্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সময় ট্রেনটি স্টেশন থেকে ৫০০ মিটার দূরে ওই এলাকায় ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা রমজান আলী বউ বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে।

ওই যুবকের গায়ে ছিল লাল ফুলহাতা গেঞ্জি, মাটিয়া রঙ্গের ফুল প্যান্ট ও পায়ে নেভি ব্লু প্লাস্টিকের স্যান্ডেল। সংবাদ পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মোরসালিন ও রনজিত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: