দীঘিনালায় আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা' এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হকের সার্বিক তত্বাবধানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ২১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফেরদৌস আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম (ওসপি পিএসসি), উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম।
সভায় উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, শৃংখলা, উন্নয়ন ও আর্থ সামাজিক কর্মকাণ্ড সহ উল্লেখযোগ্য প্রতিবেন তুলে ধরেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হক। এসময় উপজেলার ৫ টি ইউনিয়নের আনসার ও ভিডিপির বার্ষিক প্রতিবেন তুলে ধরেন স্ব স্ব ইউনিয়ন দল নেতা ও দলনেত্রীগণ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জেলা সদরের আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সদ্য খাগড়াছড়ি জেলার ৪ শত ৮০ জন আনসারের চাকরি স্থায়ী করণ হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায় সদস্যরা। পাশাপাশি ভিডিপি সদস্য ও দলনেতা, দলনেত্রীদের ভাতা বৃদ্ধি সহ অনান্য সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান আনসার ও ভিডিপি সদস্যরা।
সভা শেষে অতিথিগণদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতা ও অনান্য সামগ্রী বিতরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: