শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন। পরে কয়েক শত শিক্ষার্থীর অংশগ্রহনে নান্দনিক প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন এবং প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সদস্য শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন প্রমুখ।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: