ভাঙ্গায় পূজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণ নিহত

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৯:১৭ এএম

ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী ইটভাটা বটতলা এলাকায় পূজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ঐ ব্রাহ্মণ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া সদরদী গ্রামের নারায়ণ চন্দ্র চক্রবর্তীর পুত্র গোপাল চন্দ্র চক্রবর্তী (৩৫)।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে পূজা শেষে বাড়ি ফেরার পথে মহা সড়কে বাস একটি ভ্যানকে ধাক্কা দেয় এতে ১ জন নিহত হন এবং ভ্যান চালক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া গ্রামে শনি পূজা করতে ঐ ব্রাহ্মণ এসেছিলেন। পূজা শেষে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মধ্যে ফরিদপুর বরিশাল মহাসড়কের পূর্ব সদরদীর পুরতন ইটভাটা বটতলা এলাকায় আসলে আল্লার দান নামে একটি বাস ভ্যানে ধাক্কায় দেয়। পরবর্তীতে তাদের কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গোপাল চন্দ্র চক্রবর্তী (৩৫) কে মৃত ঘোষনা করেন।

এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তৈমুর ইসলাম বলেন, আমরা সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া মাত্র ঘটনা স্থলে পুলিশ পাঠাই। পরবর্তীতে ভ্যানে থাকা দুই আরোহী কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষনা করেন। অপর জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক বাস ও ভ্যান টি উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। তবে বাসের চালক ও হেলপার পলাতক। এই বিষয়ে আইন গত ব্যবস্থা পক্রিয়াধিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: