ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১২:০২ এএম

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মায়ের নাম দেয়ন্তী নুনিয়া। এছাড়া অভিযুক্ত ছেলের নাম সাধন নুনিয়া। তারা আলিনগর চা বাগান এলাকার বাসিন্দা।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন সাধন। মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দেয়ন্তীকে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী জানান, অভিযুক্ত সাধন নুনিয়াকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: