মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১২:২১ এএম

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে আতিয়ার রহমান নামের এক দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছায় হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আতিয়ার রহমান মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের পাইকপাড়ার সামসুদ্দিন ওরফে সামুর ছেলে। এ অগ্নিকাণ্ডে আতিয়ার ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ছায় হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা বসত ভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পরে।

খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় আতিয়ার সহায় সম্বলটুকু।সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

এ ব্যাপারে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন আতিয়ার রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: