স্বল্প ব্যয়ে দেশব্যাপী জ্বালানি সরবরাহ সম্ভব: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি তেল আসবে দিনাজপুরের পার্বতীপুরে। ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলসহ দেশব্যাপী জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল (ডিজেল) ছাড়াও আগামী এক শ বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। সেই সাথে ভারতের সাথে বাংলাদেশের চলমান সম্পর্ক আরো উন্নত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার দুপুরে পার্বতীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ভারত থেকে পাইপলাইনে আসা জ্বালানি তেলের রিসিপ্ট টার্মিনাল প্রকল্প এলাকা ছাড়াও কন্ট্রোল রুম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
সফরসঙ্গী হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) এ বি এম আজাদ, পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পরে পার্বতীপুরে কর্মরত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি। বিশেষ অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: