বরগুনায় বিএনপি'র মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০১:৩৯ পিএম

দেশব্যাপী বিদ্যূৎএর মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আজ (১১ মার্চ) বরগুনা জেলা বিএনপি'র উদ্দোগে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুুষ্টিত হয়। বেলা ১১ টায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে বিক্ষোভ সহ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।

জেলা বিএনপি'র আহবায়ক মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে অনুুষ্টিত সমাবেশে বক্তব্য, যুগ্ম আহবায়ক সালেহ ফারুক, সাবেক সভাপতি নজরুল মোল্লা, যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, সাবেক সাধারন সম্পাদক আ্যাড়ঃ আঃ হালিম, কেন্দ্রীয় সহ-সাংগঠিক সম্পাদক কুদ্দুসুর রহমান, যুবদল সভাপতি জাহিদ মোল্লা, সহ উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: