ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব‍্যবসায়ী আটক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৪:১৮ পিএম

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী ছলিম উদ্দিন (৩৮) কে আটক করা হয়। আটক ব‍্যক্তি ঐ গ্রামের খাদেম উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী ছলিম উদ্দিন এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক সম্রাট একই গ্রামের মৃত শের আলীর পুত্র মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পালিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। মামলা নং ০৮ তাং ১০/৩/২৩।

উল্লেখ্য, পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: