জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা

মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারে জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া।
বক্তব্য দেন সংবর্ধিত বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন্নাহার বেগম, কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব:) মুহিব আলী, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) নীতিশ রুদ্র পাল, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) হোসনা বেগম।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফরমান আলী, তাহমিনা ইসলাম, রামকুমার কৈরী, অরবিন্দ চন্দ্র শীল, সুধন সূত্রধর, ইন্দ্রানী ভৌমিক, কূলমোহন দাস, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, আশা রানী দাস, প্রণয় রঞ্জন দাস, রাজকুমার দেবনাথ, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক আবুল হাসেম, ইয়াসমিন আক্তার মেরী, নাজিম উদ্দিন, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, জহুরা ইয়াসমিন, দেবব্রত দাস, রুকিয়া বেগম, কাজল রানী দেব, নবযোগদানকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম আক্তার শিমুল, সুমিত দাস, ইমা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন। মোঃ আজাদ উদ্দিন ও মোঃ আব্দুস শহীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: