নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবলীগ নেতা আহত

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় কামরুজ্জামান উজ্জল (৪৭) ও ফেরদৌস আলম (৪৫) নামের দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে উপজেলার স্টেশন রোডে খাদ্যগুদাম সড়কের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান উজ্জল পূর্বধলা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ফেরদৌস আলম ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল পৌঁনে দুইটার দিকে কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আলম একটি মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদ থেকে বাড়ি যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তদের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা দু'জনকে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্ঠা চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: