ভাঙ্গায় রেল লিংক প্রজেক্টের সাব কন্টাকটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের সাব কন্টাকটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ ব্যক্তির নাম নুর ইসলাম (কুদ্দুস) সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার পৌরসদরের পরানপুর বেলে মাঠ পারা এলাকার বাসিন্দা। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে বামনকান্দা এলাকায় থেকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাতে ১ টা থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয় এর পরে সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় ফোন দিলে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের সাব কন্টাকটর হিসাবে রেলওয়েতে ব্লক বসানোর কাজ করতেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি পদ্মা সেতু লিংক রেলওয়ের প্রজেক্টের কাজের পাওনা টাকা না না দেওয়ায় তার সঙ্গে এই কাজের কন্টাকটর তানভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। তানভীর আমাদের নুর ইসলাম (কুদ্দুস) কে হত্যা করেছে। এই বিষয়ে মুঠো ফোনে তানভীরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা আজ সকালে খবর পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বগাইল ট্রোল প্লাজা থেকে এগিয়ে রাস্তার পাশে আকাশমণি গাছের সঙ্গে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি ও আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টার উপর ভিত্তি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: