সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১০:৫৭ পিএম

ঢাকার অদূরে সাভারে আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পয়ঃনিষ্কাশনকর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।

ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা এমদাদুল হক সাংবাদিকদের বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করেছি।

সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: