হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৯:০৯ পিএম

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. খায়রুল আলম ভূঞা নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮.৩০ থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত ১০ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রত্যেক কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. খায়রুল আলম ভূঞা সহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে। নৌকা প্রতীক নিয়ে মো. খায়রুল আলম ভুঁঞা খুররম ৫ হাজার ৪ শত ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীক নিয়ে ৪ হাজার ২ শত ১ ভোট পেয়ে ১২ শত ১৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এছাড়া জগ প্রতীক নিয়ে আব্দুল মোতালেব ১৫ শত ১৭ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে নাদিম আহ্মদ ৭১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম।

উল্লেখ্য, হালুয়াঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৪ জন। তার মধ্যে ১১ হাজার ৮ শত ৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রর্থীকে ভোট প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: