ডিবি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীর হামলা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

বরগুনার পাথরঘাটায় (ডিবি) পুলিশ সহ এক সোর্সকে কুপিয়ে আহত করা হয়েছে। মাদকদ্রব্য মজুদ রয়েছে ও কেনাবেচা চলছে, এমন সংবাদে আজ শনিবার পাথরঘাটার মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালানোর সময় এ হামলা হয়। এ ঘটনার পরে মাদক কারবারীরা এখনো পলাতক রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, ডিবি পুলিশের এসআই মোঃ বাশার এর নেতৃত্বাধিন ০৫ সদস্যের একটি টিম পাথরঘাটা উপজেলার ০৩নং চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা ০৫ নং ওয়ার্ডস্থ মুন্সিরহাট বাজারে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যাবসায়ী মোঃ সৈকত ও আঃ রব দ্বয়কে জাপটে ধরে ফেলেন ডিবি কং প্রিন্স, সোর্স রিপন ও ড্রাইভার সাগর বেপারী, এ সময় ধস্তাধস্তি শুরু হলে, মাদক ব্যাবসায়ীদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ডিবি পুলিশের অন্য সদস্য ও বাজারে থাকা লোকজনরা খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এবং আহত সোর্স মোঃ রিপন গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ্ আলম বলেন, পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য পাথরঘাটা থানা ও ডিবি পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: