লক্ষ্মীপুর আ.লীগ নেতা আবু তাহেরর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ বারের সাবেক জনপ্রিয় মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের প্রকাশে (মুজিববাদী তাহের) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর ৪ মাস, দীর্ঘদিন যাবত দূরাগ্য ক্যান্সারে ভুগছিলন তিনি। শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে উনার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময়ে ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করার জন্য লক্ষ্মীপুরের মানুষ যাকে মুজিববাদী তাহের নামেই চিনেন।
তৎকালীন ১৯৭২ সাল থেকে জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেন। যুদ্ধকালীন সময় ভারী অস্ত্র চালনায় দক্ষ হওয়ার কারনে আটিলারী কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। বৃহত্তর নোয়াখালীর পশুরাম, মুহরী নদী, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর, চাটখিল এলাকায় মুক্তিযোদ্ধে নেতৃত্ব দেন এবং বীরত্বের সহিত যুদ্ধ করেন।
তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল ১৯ মার্চ সকাল ১১ টায় লক্ষ্মীপুর আদর্শ সমাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: