ঘাটাইলে কৃষকের ২৫শ কলা গাছ কর্তন, ১২ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১২:১৮ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে বিরোধের জেরে মো. সুরুজ মিয়া নামে এক কৃষকের প্রায় দুই হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবালোকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী কৃষক মো. সুরুজ মিয়া। তিনি সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের ওয়াসেল মিয়ার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই কৃষক দুই বছর পূর্বে মৌখিক চুক্তিতে স্থানীয় জামাল মোল্ল্যা ও কামাল মোল্যার নিকট হতে ৯ একর জমি লিজ নিয়ে কলা গাছ রোপণ করেন। বিক্রির উপযোগী হওয়া প্রায় ২ হাজার ৫শ কলা গাছ শত্রুতা বশত কর্তন করে। পরের দিন শুক্রবার (১৭ মার্চ) সকালে কলা বাগানে গিয়ে দেখতে পান সব কলা কাছ কাটা।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, কৃষক সুরুজ মিয়া দীর্ঘদিন যাবত কলা চাষ করছেন। কলা গাছ কর্তনের খবর শুনে আমি কলা বাগান ঘুরে দেখছি, কৃষকের যে ক্ষতি হয়েছে এটি কোন ভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার হওয়া উচিত।

ভুক্তভুগী কৃষক মো. সুরুজ মিয়া বলেন, মৌখিক চুক্তি আগামী মাসে শেষ হওয়ার কথা থাকলেও জমির মালিক না জানিয়ে জমি খালি করতে আমাদের লাগানো কলা গাছগুলো কর্তন করেছে। এতে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত জমির মালিক মো. জামাল মোল্ল্যা বলেন, সময় সাপেক্ষে মৌখিক চুক্তি এ মাসেই শেষ হয়েছে। আমি অন্যত্র জমি লিজ দিয়েছি। তবে যে গাছে কলার ছড়া নেই ওই গাছগুলো কর্তন করতে বলেছিলাম।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: