লোহাগাড়া সাংবাদিক ফোরামের নেতৃত্বে মনির-খালেক-এরশাদ

চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) উপজেলার বটতলী স্টেশনস্থ সিটি হাসপাতালের কনফারেন্স রুমে 'সবাই প্রার্থী সবাই ভোটার' এ নিয়মে তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে মোট ১২টি ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এম.এম আহমদ মনির, ৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক ও ১০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এরশাদ আলম।
পরে নির্বাচিত তিনজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, দৈনিক আজাদীর মোহাম্মদ মারুফ সহ-সভাপতি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা টিভি'র এম.এ.এইচ রাব্বী অর্থ সম্পাদক, আনন্দ টিভি'র আবদুল ওয়াহাব দপ্তর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার জমির উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক গণতদন্ত প্রতিনিধি অধ্যক্ষ আবদুল খালেক, দৈনিক কর্ণফুলীর এম. সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক সকালের সময়ের মোজাহিদ হোসাইন সাগর ও দৈনিক ভোরের চেতনার মুবিনুল হক।
নির্বাচন চলাকালীন সময়ে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। নির্বাচন পরিচালনা করেন, লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ছরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবু বকর ও আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: