টেকনাফে এবার কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে ক্ষেতে কাজ করার সময় ‘মুক্তিপণের দাবিতে’ এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে। রবিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান স্থানীয় কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরিহিত একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, রাতে তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি শোনার পর তিনি হ্নীলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ছাড়া এর আগে গত ৬ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অর্ধশতাধিক জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। যেখানে ২২ জন মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসার তথ্য জানিয়েছিল। সর্বশেষ গত ৩ মার্চ ২ শিশু অপহরণের ৮ ঘণ্টা পর ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে। এ ছাড়া ২১ জানুয়ারি হোয়াইক্যং-শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মোহাম্মদ হোসেন নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: