চুয়াডাঙ্গায় ট্রেনেরবগি থেকে ১৪ লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে ৭০০ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। রবিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস থেকে এই হিরোইন উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে ভারতীয় হিরোইন পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পিলার ৭৭/২-এস হতে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের ভিতরে দর্শনা রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে বিজিবির টহলদল চাপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমূখী ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বগির ভিতর ক্যারিয়ার এর উপর পলিথিনের একটি ব্যাগ দেখতে পান। টহলদল উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় পলিথিনের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত পলিথিনের ব্যাগটি খুললে ব্যাগের ভিতর ৩টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ৭০০ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক মুল্য প্রায় ১৪ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে সুবেদার মোঃ নওশের আলী বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: