ঢাবি ক্লাবের দোকানে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১০:৩৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবের ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগেছে। তবে কি থেকে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায় নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৯ মার্চ) রাত ১১টার ক্লাবের ওই ডি কিছুক্ষণ পরে ঢাবির ক্লাবে অগ্নিসংযোগ ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ডিপার্টমেন্টাল স্টোরের দোকানির দাবি।

দোকানি শামীম বলেন, সাড়ে দশটার সময়ে আমি দোকান বন্ধ করে খেতে যাই, পরে শুনি দোকানে আগুন লেগেছে, তবে কোথা থেকে আগুন লেগেছে বিষয়টি জানি না। আমার দোকানের ৭ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ বাহাউদ্দীন বলেন, আমরা ক্লাবের ভেতরে ছিলাম ; হঠাৎ বিস্ফোরণের একটা আওয়াজ পেয়ে বের হয়ে এসে দেখি আগুন লেগেছে। ১১টা ১৫ মিনিটে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই, পরে ১০ মিনিটের মধ্যে তারা এসে কাজ শুরু করে।

ক্লাবের সাধারণ সম্পাদক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস পলাশী স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি। আমরা যখন আসি তখনো পুরোদমে আগুন জ্বলছিল। আমাদের পানির সংকট ছিল, পরে সেন্ট্রাল ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে আরও একটি ইউনিট আসে। ৫-৭ মিনিটের ভেতরে আমরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি একটি দুর্ঘটনা। কেউ হতাহত হয়নি। দোকানের কিছু মালামালের ক্ষতি হয়েছে। আগুন কিভাবে লেগেছে তাঁর প্রকৃত কারণ খুঁজে বের করতে ক্লাবের দায়িত্বরত শিক্ষকদের তদন্ত কমিটি করতে বলা হয়েছে, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: